Cinque Terre

দেশ ও জাতীর অতন্দ্র সেবক

মুক্তিযোদ্ধা সংসদ

বেকার ও পঙ্গু মুক্তিযোদ্ধা কমান্ড

Cinque Terre

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয় নিয়ন্ত্রিত জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল নিবন্ধন নম্বর - ৩৮ / ২০০৫


“মুক্তিযোদ্ধা সংসদ, বেকার ও পঙ্গু মুক্তিযোদ্ধা কমান্ড”

দেশের স্বাধীনতা লাভের পর পরই ১৯৭২ সালে প্রতিষ্ঠা লাভ করে । যুদ্ধাহত, দরিদ্র, বেকার ও পঙ্গু বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সার্বিক উন্নতিতে এ সংগঠন উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছে । ৭৫ পরবর্তী নানা রাজনৈতিক টানাপোড়েনে এর কার্যক্রমে শিথিলতা দেখা গেলেও ২০০৫ সালে গণতান্ত্রিক বাংলাদেশ সরকারের নিবন্ধনের তালিকায়যুক্ত হবার পর এ সংগঠনের কার্যপরিধি বহুগুণে বৃদ্ধি পায় । এ সংগঠনের অধীন বেকার ও পঙ্গু মুক্তিযোদ্ধাদের কর্মসংস্থান সৃষ্টি,তাদের পরিবারের সদস্যদের শিক্ষা লাভের সুযোগ তৈরি,ভূমিহীন মুক্তিযোদ্ধা পরিবারের আবাসন ব্যবস্থা ও অসুস্থ মুক্তিযোদ্ধাদের চিকিৎসা ব্যবস্থা উল্লেখযোগ্য । এ সংগঠনের ব্যবস্থাপনায় বাংলাদেশে এই প্রথম বেসরকারী উদ্যোগে শুধুমাত্র বীরমুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা প্রজম্মের জন্য সর্ববৃহৎ হাউজিং প্রকল্প মুক্তিযোদ্ধা পরিবার হাউজিং সোসাইটি- কামরাঙ্গীচর বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে । মধ্যবিত্ত,নিম্নবিত্ত,নিম্ন-মধ্যবিত্ত বীরমুক্তিযোদ্ধা ও তাদের সন্তানেরা স্বল্পমূল্যে এই আবাসনের ফ্ল্যাট বরাদ্ধ পাবেন ।

“বীর মুক্তিযোদ্ধা পরিবার কল্যান সোসাইটি (BMFWO)”

পহেলা জানুয়ারী ২০২০ইং, গঠন করা হয় বীর মুক্তিযোদ্ধা পরিবার কল্যান সোসাইটি (BMFWO) । আমরা উজ্জীবিত রাখবো মুক্তিযুদ্ধের চেতনা, এই মূল মন্ত নিয়ে আগামী প্রজন্মের কাছে এদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস পূনরুজ্জীবিত রাখা এবং এদেশের বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সার্বিক সহযোগিতার জন্য গঠন করা হয় বীর মুক্তিযোদ্ধা পরিবার কল্যান সোসাইটি (BMFWO) । বীর মুক্তিযোদ্ধা পরিবার কল্যান সোসাইটি (BMFWO) এদেশের বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের অর্থনৈতিক, চিকিৎসা, শিক্ষা, আবাসন প্রকল্প সহ সামাজিক উন্নয়ন মূলক কাজ করে আসছে ।

“মুক্তিযোদ্ধা পরিবার হাউজিং সোসাইটি - কামরাঙ্গীরচর”


মুক্তিযোদ্ধা পরিবার হাউজিং সোসাইটি - কামরাঙ্গীরচর

Cinque Terre

“মুক্তিযোদ্ধা পরিবার হাউজিং সোসাইটি-কামরাঙ্গীরচর” “প্রকল্প ডিজাইন”

Cinque Terre
Cinque Terre
Cinque Terre
Cinque Terre
×

“মুক্তিযোদ্ধা পরিবার হাউজিং সোসাইটি-কামরাঙ্গীরচর” “প্রকল্প বর্ননা”

* ফ্ল্যাট সংখা – ৫০৪টি (প্রতিটি ১০৫০ বর্গফুট )
* প্রতিটি বিল্ডিং এ একাধিক লিফ্ট ব্যবস্থা
* নিজস্ব জেনারেটর ব্যরস্থা
* গ্যাস, পানি ও বিদ্যুতের ব্যারস্থা
* পর্যাপ্ত কার পার্কিং
* মুক্তিযোদ্ধা সংসদ কমিউনিটি ক্লিনিক
* মুক্তিযোদ্ধা সংসদ জামে মসজিদ

** শুধু বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের জন্য ।
** যেকোন প্রয়োজনে হেল্প লাইনের সহযোগিতা নিন ।

“মুক্তিযোদ্ধা মার্কেট–কামরাঙ্গীরচর”


* বঙ্গবন্ধু কর্নার
* বীর বাঙ্গালী মিউজিয়াম
* মুক্তিযোদ্ধা অডিটরিয়াম
* দোকান সংখ্যা 8০০টি (প্রতিটি ১৫০ বর্গফুট)
* চলন্ত সিড়ি ও একাধিক লিফ্ট ব্যাবস্থা
* নিজস্ব জেনারেটর ব্যারস্থা
* পানি, বিদ্যুত ব্যারস্থা
* মুক্তিযোদ্ধা কমিউনিটি সেন্টার

** শুধু বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের জন্য ।
** যেকোন প্রয়োজনে হেল্প লাইনের সহযোগিতা নিন ।

রেজিষ্ট্রেশন


* http://www.muktijoddhasangsad.com/Registration
* রেজিষ্টেশন ফি : ২৫০ টাকা ।
* যেকোন বিকাশ / রকেট / নগদ একাউন্ট হতে উল্লেখিত নাম্বারে সেন্ডমানি করুন ।
* বিকাশ-০১৩২ ৩৪২৬ ৩১০ | রকেট-০১৩২ ৩৪২৬ ৩১০ | নগদ-০১৩২ ৩৪২৬ ৩১০ | (ব্যক্তিগত)
* পরিপূর্ন তথ্য দিয়ে আবেদন পত্র পূরন করুন ।
* আবেদন পত্রে সেন্ড নাম্বার ও ট্রানজেকশন নাম্বার নিশ্চিত করুন ।
* মুক্তিযোদ্ধা পরিবার হাউজিং সোসাইটি, একাউন্ট নং-১৪০৩৩৪১৪৩৩০০১, সিটি ব্যাংক লিমিটেড, ধানমন্ডি শাখা, ।
* নিশ্চিত করন এস,এম,এস এর জন্য অপেক্ষা করুন ।

** পেমেন্ট ও পরিপূর্ন তথ্য সঠিক হলে আপনাকে একটি নিশ্চিতকরন এস,এম,এস প্রদান করা হবে ।
** যেকোন প্রয়োজনে হেল্প লাইনের সহযোগিতা নিন ।

হেল্প লাইন


* প্রধান কার্যালয় : ৮৯, টাউন হল মার্কেট, মোহাম্মাদপুর, ঢাকা-১২০৭ ।
* Website : http://www.muktijoddhasangsad.com
* E-mail : muktijoddhasangsad2005@gmail.com
* মোবাইল : ০১৩২ ৩৪২৬ ৩১০ (নির্বাহী পরিচালক )
* মোবাইল : ০১৩২ ৩৪২৬ ৩১১ ( পরিচালক অর্থ )
* মোবাইল : ০১৩২ ৩৪২৬ ৩১২ (প্রকল্প পরিচালক-১ )
* মোবাইল : ০১৩২ ৩৪২৬ ৩১৩ (প্রকল্প পরিচালক-২ )

** শুধু বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের জন্য ।
** যেকোন প্রয়োজনে হেল্প লাইনের সহযোগিতা নিন ।