











মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয় নিয়ন্ত্রিত জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল নিবন্ধন নম্বর - ৩৮ / ২০০৫
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাজার বছরের সর্বশ্রেষ্ঠ বাঙালি । তিনি স্বাধীনতার প্রতীক, মুক্তির দিশারি । বাঙালি জাতীয়তাবাদের শ্রেষ্ঠতম প্রবক্তা । অসাম্প্রদায়িক জাতীয়তাবাদের এক আপসহীন সংগ্রামী নেতা । বাংলাদেশ প্রতিষ্ঠার ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ। বঙ্গবন্ধু ছিলেন গণতন্ত্রের অতন্দ্র প্রহরী । তাই বঙ্গবন্ধু মানে স্বাধীনতা, বঙ্গবন্ধু মানে বাংলাদেশ ।
সমকালীন বিশ্বে দেশরত্ন শেখ হাসিনা এমন এক রাষ্ট্রনায়ক যিনি কেবল বাংলাদেশের তৃতীয় দফা প্রধানমন্ত্রীর দায়িত্বেই নিয়োজিত নন, তিনিই একমাত্র রাজনীতিবিদ যিনি টানা ৩৬ বছর ধরে দেশের বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে চলেছেন। তার নেতৃত্বেই মুক্তিযুদ্ধের অসমাপ্ত কর্তব্য সম্পাদন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন রূপায়নে বাঙালি জাতির ইতিহাসে গৌরবোজ্জ্বল নতুন অধ্যায় যুক্ত হয়েছে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা জাতির পিতার রক্তে রঞ্জিত পিচ্ছিল ও বন্ধুর পথ ধরে আওয়ামী লীগের হাল ধরেছিলেন ।
আ.ক.ম মোজাম্মেল হক (জন্ম: ১ অক্টোবর ১৯৪৬) হলেন বাংলাদেশ আওয়ামী লীগের একজন রাজনীতিবিদ। তিনি বর্তমানে গাজীপুর-১ আসনের সাংসদ ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী।
মুক্তিযোদ্ধা সংসদ, বেকার ও পঙ্গু মুক্তিযোদ্ধা কমান্ড
দেশের স্বাধীনতা লাভের পর পরই ১৯৭২ সালে প্রতিষ্ঠা লাভ করে । যুদ্ধাহত, দরিদ্র, বেকার ও পঙ্গু বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সার্বিক উন্নতিতে এ সংগঠন উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছে । ৭৫ পরবর্তী নানা রাজনৈতিক টানাপোড়েনে এর কার্যক্রমে শিথিলতা দেখা গেলেও ২০০৫ সালে গণতান্ত্রিক বাংলাদেশ সরকারের নিবন্ধনের তালিকায়যুক্ত হবার পর এ সংগঠনের কার্যপরিধি বহুগুণে বৃদ্ধি পায় ।
প্রকল্প কমিটি - মুক্তিযোদ্ধা পরিবার হাউজিং সোসাইটি - কামরাঙ্গীরচর
“মুক্তিযোদ্ধা সংসদ” বেকার ও পঙ্গু মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড, অসংখ বেকার ও পঙ্গু মুক্তিযোদ্ধার কর্মসংস্থানের সুযোগ, মুক্তিযোদ্ধা পরিবারের শিক্ষা ব্যাবস্থার উন্নতি, ভুমিহীন মুক্তিযোদ্ধা পরিবারের জন্য আবাসন ব্যাবস্থা, অসুস্থ মুক্তিযোদ্ধাদের চিকিৎসা ব্যাবস্থা সহ উল্লেখযোগ্য ভুমিকা পালন করে আসছে । বাংলাদেশে এই প্রথম বেসরকারী উদ্দগে শুধুমাত্র এদেশের বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা প্রজন্মের জন্য সর্ববৃহত হাউজিং প্রকল্প মুক্তিযোদ্ধা পরিবার হাউজিং সোসাইটি – কামরাঙ্গীরচর । মুক্তিযোদ্ধা পরিবার হাউজিং প্রকল্প, সরকারী সহায়তার পাশাপাশি সুম্পন্য ব্যাক্তিগত ব্যাবস্থাপনা । বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা প্রজন্মের জন্য “মুক্তিযোদ্ধা সংসদ” বেকার ও পঙ্গু মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড মধ্যবৃত্ত ও নিন্মবৃত্ত মুক্তিযোদ্ধা পরিবারের জন্য মুক্তিযোদ্ধা পরিবার হাউজিং সোসাইটি বাস্তবায়ন করবেন ।