Honorable Persons
মুক্তিযোদ্ধা সংসদ , বেকার ও পঙ্গু মুক্তিযোদ্ধা কমান্ড
১৯৭১ সালে এদেশের স্বাধীনতার পর থেকেই “মুক্তিযোদ্ধা সংসদ” বেকার ও পঙ্গু মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড, যোদ্ধাহত, দরিদ্র, বেকার ও পঙ্গু এদেশের বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সহযোগিতায় উল্লেখযোগ্য ভুমিকা পালন করে আসছে । দেশের অভ্যন্তরীন প্রেক্ষাপট ও রাজনৈতিক প্রেক্ষাপটের জন্য, মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সার্বিক উন্নয়নে কিছুটা পিছপা থাকলেও২০০৫ সালে সরকারের নিবন্ধনের তালিকাতে যুক্ত হবার পর হতে দ্বিগুন শক্তিতে “মুক্তিযোদ্ধা সংসদ” তার কার্যক্রম পরিচালনা করতে থাকে ।
Since the independence of this country in 1971, "Muktijoddha Sangsad" has been playing a significant role in the cooperation of the unemployed and crippled freedom fighters central command, war casualties, poor, unemployed and crippled brave freedom fighters and freedom fighter families of this country. Due to the internal context and political context of the country.
মুক্তিযুদ্ধ বাঙালি জাতির সবচেয়ে গৌরবময় ঘটনা। এই যুদ্ধের মধ্য দিয়েই আমরা লাভ করেছি স্বাধীন দেশ, নিজস্ব পতাকা। ১৯৭১ সালের ২৬ শে মার্চ বাংলার ছাত্র-যুবক, কৃষক-শ্রমিকসহ সর্বস্তরের জনগণ বর্বর হানাদার পাকবাহিনীর বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধে অবতীর্ণ হয়। তারই পরিণতিতে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর অর্জিত হয় চূড়ান্ত বিজয়। বিশ্বের মানচিত্রে খোদিত হয় একটা নাম- ‘স্বাধীন সার্বভৌম বাংলাদেশ’।।
"Freedom Fighters Council, Unemployed and Disabled Freedom Fighters Command" Ministry of Liberation War Affairs Controlled National Freedom Fighters Council Registration Number-38/2005. An organization for the overall cooperation and welfare of all the brave freedom fighters and freedom fighter families of Bangladesh,
More